ডোমারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সভা
'সুশিক্ষিত সমাজ গড়ি, উন্নত দেশ গড়ি' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে নভেম্বর) উপজেলা শহরের শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের ডোমার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ডোমার উপজেলা শাখার সভাপতি মোঃ মায়েদুল হক বসুনিয়া তুর্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ানুল হক উৎপলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমিনুল হক বাবু, জেলা সভাপতি শ্রী সন্তোষ কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ সায়ফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সুমন প্রমুখ।