ডোমারে ফেনসিডিল সহ দুইজন গ্রেপ্তার
মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সমেত আওয়ামী লীগের এক নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।
বুধবার (৪ঠা ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের সাবেক হুইপ আবদুর রউফের বাড়ি সংলগ্ন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার শ্রী মন্মথ নাথ রায়ের পুত্র দীপঙ্কর রায় মিঠু (৩৫) ও ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের পুত্র মনছুর আলী (৪০)।
এদের মধ্যে দীপঙ্কর রায় মিঠু দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের একান্ত ব্যক্তিগত সচিব ছিলেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ির পাশের রাস্তায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি ব্যাটারিচালিত অটো ইজিবাইক সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।