ডোমার সদরে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন
নীলফামারীর ডোমারে বিএনপির অঙ্গসংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল’-এর ৮নং ডোমার সদর ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লিপি ও সাধারণ সম্পাদক পদে লিপাকে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ই ডিসেম্বর) বিকালে থানা সংলগ্ন জননী প্লাজায় উপজেলা বিএনপির কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন- ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।
এসময় উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৮নং ডোমার সদর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।