বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত অটোচার্জার ও নসিমন (ভুটভুটি) এর সংঘর্ষে আব্দল মতিন (৫৫) নামের এক অটোচার্জার চালক নিহত হয়েছে। এসময় এক নারীসহ দুইটি ছাগল আহত হয়। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোচার্জার ও নসিমন জব্দ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে আদমদীঘি সদরের হাটে দুটি ছাগল কিনে এক অজ্ঞাত মহিলা ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলিতে তুলে সান্তাহারের উদ্দ্যেশে যাচ্ছিলেন। তারা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির আশা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন (ভুটভুটি) সাথে সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোচার্জার ট্রলির বডি খুলে দুমড়ে মুচড়ে পাশে উল্টে গিয়ে চালক আব্দুল মতিন ও যাত্রী অজ্ঞাত ওই মহিলাসহ দুটি ছাগল মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে চালক আব্দুল মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাত সাড়ে ৭টায় চালক আব্দুল মতিন মারা যায়। আহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এব্যপারে আইনি প্রক্রিয়া চলছে।