চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, গুরুতর আহত যাত্রী
ঢাকা থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে জুলি ফারহানা নামের এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিলে গুরুতর আহন হন ঐ যাত্রী।
মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। পার্বতীপুর থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছাড়ার পরপরই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ঘটনাটি ঘটায়।
জানা যায়, সোমবার (৯ই ডিসেম্বর) ঢাকা থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। ট্রেনের এসি কামরায় যাত্রা করছিলেন জুলি ফারহানা। হঠাৎ তার মোবাইল ফোনটি ছিনতাই হয়। সেইই ফোনটি রক্ষা করতে গিয়ে ছিনতাইকারী পিছনে ছুটতে গেলে ছিনতাইকারী চক্রের আরেক সদস্য জুলির ওড়না টান দিয়ে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ট্রেনে থাকা তার দুই যমজ শিশু সন্তান ট্রেনের শিকল টেনে ট্রেনটিকে থামানোর জন্য অন্য যাত্রীদের অনুরোধ করেতে থাকলেও অবুঝ বাচ্চা দুটোর কথায় কেউ কর্ণপাত করেনি এবং ট্রেনটি থামানোর জন্য সহযোগিতা করেননি।
এসময় আরেক কামরায় থাকা জয় নামের এক ট্রেন ক্লিনার বিষয়টি বুঝতে পেরে শিকল টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং নিচে পড়ে থাকা জুলিকে উদ্ধার করে চিলাহাটি নিয়ে আসে।
এবিষয়ে জুলির পরিবার বলে, ট্রেনের যাত্রী সেবায় নিয়োজিত জিআরপি, আরএনবি গার্ড, টিটি, অ্যাটেনডেন্ট থাকার পরেও এতবড় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটার পরেও কারো কোনোপ্রকার ভূমিকা দেখা যায়নি।
ট্রেনের স্টাফদের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্রটি এমন ঘটনা ঘটাচ্ছে কিনা প্রশ্ন রেখে সেসময় দায়িত্বরত স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য জুলিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পরিবার।