স্কাউটসের আঞ্চলিক লিডার ট্রেইনার হলেন বিনয় রায়
স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় সদরদপ্তর কর্তৃক দিনাজপুর আঞ্চলিক এডহক কমিটিতে লিডার ট্রেইনার (এলটি) হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার শ্রী বিনয় কুমার রায়।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শামসুল হক কর্তৃক গত ৮ই ডিসেম্বর স্বাক্ষরিত আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব বরাবর এক বিজ্ঞপ্তিতে ১২টি আঞ্চলিক লিডার ট্রেইনার মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটিতে লিডার ট্রেইনার (এলটি) পদে মনোনীত হন শ্রী বিনয় কুমার রায় ও আঞ্জুমান আরা বেবী।
শ্রী বিনয় কুমার রায় নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার ও ডোমার উপজেলা স্কাউটসের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
এছাড়া ঢাকা অঞ্চলে আমিমুল এহসান খান পারভেজ ও ড. সাধন কুমার বিশ্বাস, ময়মনসিংহ অঞ্চলে মোঃ হাসান মাসুদ ও আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম অঞ্চলে মোঃ মুজিবুর রহমান ফারুকী ও মোঃ আকতার হোসেন, কুমিল্লা অঞ্চলে মোঃ ফছিউ-উর রহমান ও মোছাঃ রহিমা আক্তার, সিলেট অঞ্চলে রিপন চক্রবর্তী ও বুরহান উদ্দিন আহমদ, রাজশাহী অঞ্চলে মোঃ ওহিদুর রহমান ও আঞ্জুমান আরা বেগম, খুলনা অঞ্চলে এসএম ফারুক হোসেন ও মনোয়ার আহমদ, বরিশাল অঞ্চলে দেবাশীষ হালদার ও মজিবর রহমান এবং নৌ অঞ্চলে মোঃ হাবিবুর রহমান লিডার ট্রেইনার (এলটি) পদে মনোনীত হয়েছেন।