রহিম উদ্দিন ভরসা কলেজের সভাপতি ও রংপুর ৪ আসনের সাংসদ প্রার্থী এমদাদুল হক ভরসা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসবে-এটা হান্ড্রেডে হান্ড্রেড। তখন আমার মেয়েরা সচিবালয়ে চাকরি করবে, কেউ ইউএনও, কেউ এসপি, কেউ ডিসি হবে। এই সুযোগ কিন্তু আসছে। আমি চাই আমার কলেজের সে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছে যাদের চাকরির বয়স আছে-আমি কথা দিচ্ছি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রহিম উদ্দিন ভরসা কলেজের মেয়েদের চাকরির জন্য শতভাগ সুপারিশ করব।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের অবসরজনিত বিদায় একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদায় কখনো হয়না আর বরণ চলমান প্রক্রিয়া। এই কলেজটা আমার বাবা রহিম উদ্দিন ভরসা অনেক মেহনত করে তার ব্যক্তিগত উদ্যোগে ও এলাকাবাসির সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে।
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আহম্মদ হোসনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, সহকারী অধ্যাপক মজিবর রহমান, বিদায়ী সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষার্থী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।