সাতক্ষীরা তালার কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন আটঘরা মৌজায় আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় কপোতাক্ষ নদ তীরবর্তী এলাকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে এসিল্যান্ড অফিসের নাজির খান মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশ প্রমুখ।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জালালপুর ইউনিয়নে সরকার ২২. ৫৮ একর খাস জমি উদ্ধার করেছে। আর এর দাবিদার অত্র এলাকার জনগণ। এই জমি আপনাদের। আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আম, জাম, কাঁঠাল, নারিকেল গাছ ও কুল গাছ লাগাবেন। এখানে মনোরম উদ্যান গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখানে সর্বদা সময় দিবেন। আমরা জনগণের চাকর। আপানাদের টাকায় আমাদের বেতন হয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। তাই আল্লাহকে সব সময় স্বরণ করতে হবে। কারো জমি যদি কেউ ফাঁকি দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ ঘন্টা ১১ মিনিট আগে