দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।
হরিণচড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন প্রমুখ সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।