ডোমারে প্রেসিডেন্টস স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের আয়োজনে নীলফামারীর ডোমারে প্রেসিডেন্টস স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) উপজেলা শহরের ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত হয় মূল্যায়ন পরীক্ষা।
এতে জেলার ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের জন্য ৩ জন এবং শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ৩৫ জন স্কাউট ও কাব সদস্য অংশগ্রহণ করেন।
এসময় মূল্যায়নকারী পরীক্ষক হিসেবে ছিলেন- স্কাউটসের লিডার ট্রেইনার (এলটি) মোঃ কোহিনূর ইসলাম, এসিস্ট্যান্ট লিডার ট্রেইনার (এএলটি) আবু সাঈদ, গোলাম ফারুক, উডব্যাজার মোঃ হারুন অর রশীদ। এছাড়া স্থানীয় স্কাউটস নেতৃবৃন্দ মূল্যায়ন পরীক্ষায় উপস্থিত ছিলেন।