পাকবাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকার কর্তৃক দেশকে মেধাশূণ্য করতে পূর্বপরিকল্পিত নীলনকশা বাস্তবায়নে চালানো হয় বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ। এরই প্রেক্ষিতে প্রতিবছরের ১৪ই ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে উপজেলা শহরের ডোমার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন- ডোমার মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. লতিফুল মুন্তাকীম।
এসময় ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের গৌরবগাঁথা সম্পর্কিত স্মৃতিচারণ ও আলোচনা করেন বক্তারা।