পাকবাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকার কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবী ও জাতির মেধাবী সন্তানদের স্মরণ ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।