নীলফামারীর ডোমারে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
রবিবার (১৫ই ডিসেম্বর) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ডোমার উপজেলা প্রতিনিধি মুফতি মাহমুদ বিন আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি মোঃ শাহিনুর রহমান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুফতি মুসলিম মাহমুদ, সোনারায় ইউনিয়নের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
আয়োজক কমিটি জানায়, উত্তরবঙ্গে জেঁকে বসা শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে ২১০ জন শীতার্ত মানুষের প্রত্যেককেই উষ্ণ কম্বল, চাঁদর ও টুপি প্রদান করা হয়।