বনের গাছে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারীর ডোমারে বন বিভাগের ইপিল গাছে ঝুলন্ত অবস্থায় ভরসা আক্তার দিশা (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১শে ডিসেম্বর) সকালে ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা মটুকপুর মেম্বারপাড়া এলাকার বন বিভাগের একটি গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পায় স্থানীয় পথচারীরা। পরে ডোমার ও ডিমলা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ডোমার থানায় নিয়ে আসা হয়।
নিহত ভরসা মনি দিশা (২৬) ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা ও ডিমলার নাউতারার ঠুটার ডাঙ্গা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
এব্যাপারে নিহত দিশার বাবা দুলু মিয়া জানান, গত ৬ বছর আগে সাদ্দামের সাথে তার মেয়ের বিয়ে হয়। দিশা দুই সন্তানের মা হন। গত একবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন। গত শুক্রবার রাতে জামাই সাদ্দাম বাড়িতে আসেন ও রাতে পরিবারের সবাই একসাথে খাবার খান তারা।
তিনি আরও জানান, সকলের অগোচরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় দিশা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে লোকজনের মুখে শুনতে পাওয়া যায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তার দেখেন, গরু বাঁধার রশি দিয়ে বাগানের ইপিল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে।