ডোমারে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সৌজন্যে ডোমারের পাঙ্গা মটুকপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।
রবিবার (২২শে ডিসেম্বর) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে ইউনিয়ন বিএনপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন- ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির নেতারা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সৌজন্যে শতাধিক শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র করা হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণের দল বিএনপির জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।