ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী
সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত ভাবে হত্যার বিচারের
দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা
সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা উলামা
পরিষদ আশাশুনি থানা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, আশাশুনি উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুনছুর আহমেদ।
হাফেজ জায়েদ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য
রাখেন, হাফেজ মাওঃ মুফতি জায়েদ আব্দুল্লাহ, আঃ আজীজ, ক্বারী মোঃ কাইকাউস,
মানছুরুল হক, মুফতি শাহ জালাল, মাওঃ মারুফ বিল্লাহ, মাওঃ মাহদী হাসান,
নাজমুল আহসান প্রমুখ। আশাশুনি থানা জিম্মাদার সাজ্জাদুল হক লাভলুর সার্বিক
তত্ত্বাবধানে আয়োজিত মানববন্ধনে বক্তাগণ বলেন, টুঙ্গী ইজতেমা মাঠে আমাদের
সামান্য সংখ্যক কর্মীরা যখন ঘুমের মধ্যে ছিল, তখন নোয়াখালী, সিলেটসহ কিছু
এলাকার টোকাই সন্ত্রাসী নিয়ে হাজাররহাজার উগ্রবাদী সন্ত্রাসী হামলা চালিয়ে ৪
জনকে শহীদ করা হয়। বহুজনকে আহত করা হয়। জঘন্যভাবে হামলাকারী ও হত্যাকারীরা
ইসলামে দাঈ হতে পারেনা। আমাদের এক দফা এক দাবী সাদ গ্রুপ দাওয়াতী তাবলীগের
নাম নিয়ে দেশের কোন মসজিদে করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনসহ সকল
তৌহিদী জনতার সহযোগিতা ও সজাগ থাকার আহবান জানান।