ডোমারের টেপুপাড়ায় ৩য় দিনের কোরআন মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ৩য় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় অনুষ্ঠিত কোরআন মাহফিলের ৩য় দিনে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।
জলঢাকার ধর্মপাল দক্ষিণগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিদুল ইসলামের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন- হযরত মাওলানা মোঃ আব্দুর রশিদ (লালমনিরহাট)। বক্তারা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাহ'র ১৯০নং আয়াত ও সূরা লাহাবের প্রথম ২ আয়াতের আলোকে তাফসীর করেন।
এদিন ধর্মপালের হাজীপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী মোঃ মাসুদ মোল্লা।
আয়োজক কমিটি জানায়, গত ২০শে ডিসেম্বর শুরু হওয়া চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সোমবার (২৩শে ডিসেম্বর) শেষ হবে। সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করবেন- জৈনপুরীর পীরসাহেব মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।