ডোমারে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রংপুর।
রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাট মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও দিনাজপুরের নওসিন প্রমীলা ফুটবল একাডেমি। খেলায় রংপুরের সোহাগী ও শিলার গোলে ২-০ ব্যবধানে জয় পায় রংপুর।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন- স্মৃতি রাণী। এছাড়া সহযোগী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন- ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার।