ডোমারে তরুণদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জেঁকে বসা উত্তরের শীতে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। বিভিন্ন রাস্তাঘাট কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে জুবুথুবু হয়ে রাত পার করছেন শীতার্তরা। অসহায় ও দুঃস্থ এসব মানুষদের মাঝে শীতবস্ত্র করেছেন নীলফামারীর ডোমার শহরের কিছু তরুণ।
রবিবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে তরুণ ও ছাত্রনেতাদের যৌথ উদ্যোগে উষ্ণ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জনকল্যাণে তরুণদের এমনভাবে এগিয়ে আসা ও পরোপকারী মনোভাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা।
শীতবস্ত্র বিতরণ সম্পর্কে ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ বলেন, তীব্র শীতে সবাই যখন গরম ও উষ্ণ কাপড়ে আচ্ছাদিত, তখন স্টেশনের প্লাটফর্ম কিংবা পথেঘাটে অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ও দুঃস্থ মানুষেরা। তাই এলাকার পরিচিত ব্যক্তিবর্গ, তরুণ ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় ছাত্রনেতা মোঃ আসিফ ইসলাম, মোঃ বাঁধন রহমান, সুজন ইসলাম ও নাঈম ইসলাম প্রমুখ সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।