পাটকেলঘাটা ওলামা পরিষদের আহবানে পথভ্রষ্ট সাদ পন্থীদের হামলায় টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথীগণ নিহত ও আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল দশটায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মাওলানা মনিরুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল্লাহ, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষক হাফিজুর রহমান, মাও কারী আব্দুল হামিদ,মাওলানা সাইফুল্লাহ, আসাদুজ্জামান প্রমুখ।
পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদরাসার মুহতামিম অনুষ্ঠানের সভাপতি মাওলানা মনিরুল হক বলেন সাদপন্থীরা আর কোন মসজিদে তাবলীগের কাজ করতে পারবে না। সাদপন্থী সন্ত্রাসী সংগঠন সরকারকে অবিলম্বে যারা তাবলীগের সাথীদের হত্যা করেছে তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। যারা দেশকে অশান্ত করছে তাদের জায়গা ইজতেমা ময়দান বা কাকরাইলে হবে না। বিশ্ব ইজতেমা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও: ইমরান হোসেন। সবশেষে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন উলামা পরিষদের পক্ষ থেকে।
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ ঘন্টা ৩৬ মিনিট আগে