অন্তর্বর্তীকালীন সরকারের গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (২৩শে ডিসেম্বর) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত মোঃ আহেদুজ্জামান বাবু, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) গীতা রাণী প্রমুখ।
পরিদর্শনকালে কমিউনিটি ক্লিনিকের সকল নথিপত্র ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।
এছাড়া গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এর আগে, তার আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।