সাতক্ষীরা কলারোয়ায় বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের আয়োজনে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন করা হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, উপসচিব পদে সকল কোটার অবসান ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদ জানান তারা।
আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবাল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার বাপ্পি কুমার দাস, ডেন্টাল সার্জন ডাক্তার সাইফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ ঘন্টা ২১ মিনিট আগে
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ৪ মিনিট আগে