বঙ্গোপসাগরে চলতি মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, সম্ভব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে রোববার (১১ মে) এমন শঙ্কার কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।
মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে