পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা


রংপুরের পীরগাছায় প্রকাশ্যে এক কৃষকের জমি থেকে ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কোনো সহযোগিতা পাননি। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে। অভিযোগে জানা যায়, কৃষক আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী রাজু মিয়া ও আব্দুল জলিলের একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। পরে জলিলের স্ত্রী আফরুজা বেগম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরই এক পর্যায়ে আজিজুল হকের জমিতে রোপণ করা বড় বড় গাছগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তান্ডব চালিয়ে রাজু মিয়ার নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা কেটে ফেলে। পরে গাছের গুড়িগুলো তুলে মাটি দেয়া হয়। স্থানীয়রা জানান, গাছ কাটার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখায়। পুলিশ না আসায় গাছগুলো মিলে নিয়ে যায়। আজিজুল হক জানান, 'আমি ৯৯৯-এ একাধিকবার ফোন করেছি। প্রথমে পুলিশ জানায়, তারা আসতে পারবে না। পরে যখন বারবার ফোন দেই, তারা জানায় পুলিশের গাড়ি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেনি। পরে বাধ্য হয়ে রংপুর জেলা পুলিশ সুপারকে ফোন করলে তিনি থানায় যেতে বলেন। থানায় গেলে আমার মামলা নেয়া হয়নি, বরং জিডি করার পরামর্শ দেয়া হয়।' অভিযোগ উঠেছে, গাছ কাটার সময় কৃষকের আবেদন উপেক্ষা করে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অজ্ঞাত কারণে পুলিশের এমন নিরব ভূমিকা আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমার প্রায় ২৫-৩০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, এই ধরনের দায়িত্বহীন আচরণ দুর্বৃত্তদের আরও উৎসাহিত করবে। এ বিষয়ে অভিযুক্ত রাজু মিয়া বলেন, আমার জমি, আমার গাছ আমি কেটেছি।  পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি তাকে সাধারণ ডায়েরী করতে বলেছি। সাধারণ ডায়েরী করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।আজিজুল হক এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে তার ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন।

আরও খবর