‘নিজেকে দিয়ে শুরু’–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে লাভ শেয়ার বিডি'র উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরে লাভ শেয়ার বিডির আয়োজনে ও ঢাকার এসএসসি-৮৯ ব্যাচের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ডোমারের এসএসসি-১৯৮৯ ব্যাচের খালিদ মাহমুদ, মোঃ শরিফুল ইসলাম মানিক, সার্জেন্ট (অব.) মোঃ আলমগীর হোসেন, মোছাঃ আফসানা ইয়াসমিন আশা প্রমুখ সহ ব্যাচের অন্যান্যরা, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।