ডোমারে তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার উত্তর হরিণচড়া পুরাতন এলাহী জামে মসজিদ, ইসলামী যুব কল্যাণ পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ই জানুয়ারী) বাদ আছর থেকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া পুরাতন এলাহী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শাইখুল হাদিস হযরত মাওলানা আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম আফেন্দী।
মোঃ ওবায়দুল সরকারের সভাপতিত্বে এদিন বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন- সৈয়দপুরের মাওলানা মাজহারুল ইসলাম ও ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদ বিন আলম।
মাহফিল এন্তেজামিয়া কমিটি জানায়, তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দুইদিন প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- কক্সবাজারের হযরত মাওলানা এম তৈয়বুর রহমান সাইদী ও সাতক্ষীরার হযরত মাওলানা মোঃ সামছুল আরেফীন।