আশাশুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
প্রধান অতিথি জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল কম্বল বিতরণ কালে বলেন, দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে, তাতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমর্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির শীতার্তদের মধ্যে বিতরণ করবে। আপনারা জানেন, জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরিশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের খাঁটি গোলাম, নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় নিয়োজিত আছি। তিনি সকলকে জামায়াতের সাথে কাজ করার আহবান জানান।
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে