আশাশুনিতে যুব নেতৃত্ব এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষা
বিষয়ক দু'দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার বিকালে আশাশুনি
এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রুপান্তর খুলনার আয়োজনে
রবিবার সকালে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
সঞ্জীব কুমার দাশ। ইয়থ ফর দ্যা সুন্দরবন ফোরাম আশাশুনি উপজেলার ৩১ জন
সদস্য/সদস্যার অংশ গ্রহনে অনুষ্ঠানে সুন্দরবনের গুরুত্ব, সুন্দরবনকে কেন
রক্ষা করতে চাই, প্লাস্টিক-পলিথিন, মাছ ধরার অপ কৌশল, পর্যটনের ধরনের কারনে
দুষণ ও প্রভাব, প্লাস্টিক-পলিথিনের ব্যবহার সীমিতকরন, বর্জ্য ব্যবস্থাপনা,
বিভিন্ন ক্রান্তিকালে যুব নেতৃত্বের অবদান, নেতৃত্বের গুণাবলী, সমস্যা
চিহ্নতকরণ, অ্যাডভোকেসীর কৌশল, সংগঠন, ব্যবস্থাপনা, দল গঠন ও নিবন্ধন
সম্পর্কে ধারণা, দুষণ কমাতে যুব কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ
উত্তর ধারণা যাচাই, প্রতিফলন ইত্যাদি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদানন করেন, ট্রেইনার খালিদ লামি ও আরিজা আঁখি। সুন্দরবন
প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় সোমবার
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সমাপনী আলোচনা রাখেন, উপজেলা
নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।