একটা সময় পর আপনি বুঝবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। আর যখন বুঝবেন তখন সময়টা অনেক পেরিয়ে যাবে। যার তীব্র ব্যাথা, হতাশা কাঁটার মত আপনাকে আঘাত করবে।
আপন বানিয়ে যদের কে আপনি আগলে রাখবেন। একটা সময় পর তারাই দেখবেন আপনাকে কঠিন থেকে কঠিন আঘাত দেবে। আর দুরে সরে যাবে অচিরেই। যা আপনি বুঝতেও পারবেন না। মানুষ পরিবর্তনশীল। তবে কিছু মানুষ এমনভাবে পরিবর্তন হবে যায় যা গহীনে তীব্র বেগে আঘাতের সৃষ্টি করবে। আর এ মানুষগুলো আপনার সাথে এমনভাবে জড়িয়ে যাবে যে তারা আঘাত করার পর আপনার অবস্থা এমন হবে আপনি তাদের আঘাতকে রাখতেও পারবেন ফেলতেও পারবেন না। অনেকটা মাছের কাঁটা আটকে যায় আমাদের গলায় সেরকম। তবে মাছের কাঁটা আটকে গেলেও তা অনেক প্রচেষ্টা চালালে বেরিয়ে আসে।
কিন্তুু মানুষের পরিবর্তনশীলতার যে তীব্র আঘাত তা এমনভাবে ফুঁটবে যা আপনি হাজারো চেষ্টায় কখনো ফেলতে পারবেন না। আর কখনো সইতেও পারবেন না।
আপনি হয়ে যাবেন একা আর এই একাকীত্বের আপনার আঘাতগুলো আরো তীব্রবেগে আপনাকে নওত্যদিন আক্রমন করবে।
তখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। আপনি সবসময়ই একা।
৭ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে