আশাশুনিতে সাইকেল মেকানিক অনিমেষকে গলায় রশিদিয়ে গাছে
ঝুলিয়ে রাখার ঘটনায় সন্ধিগ্ধ ৩ জনকে পুলিশ আটক করেছে। এব্যাপারে অনিমেশের
মা বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছে।
শ্রীউলা
ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে অনিমেষ বাড়ির পাশের
বাজারে সাইকেল ম্যাকানিকের কাজ করতেন। শুক্রবার রাত ৯ টা পর্যন্ত তিনি
দোকানে ছিলেন। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজ করেন সন্ধান মেলেনি। শনিবার
সকালে খালেক মোল্যার ছেলে বাবলুর বাড়ির পাশে বেড়ের নিমগাছে নাইলনের রশিতে
গলায় ফাঁস আটকানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে
পৌছে লাশ উদ্ধার করেন এবং এসময় বাবলুর একতলা বিল্ডিং এর ছাদে অনিমেষের
ব্যবহৃত মোবাইল, জাম্পার, জুতা, মানিব্যাগ, গ্যাস লাইট, সিগারেট ও ছাদের
পাশের গাছে কাজের সময় ব্যবহৃত ট্রাউজার পাওয়া যায়। মৃতদেহের পা কাদায় ভরা ও
গায়ে কাদামাটি লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এএসপি (তালা
সার্কেল) হাসানুজ্জামান, ওসি নোমান হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন।
এদিন
রাতে মৃত অনিমেষের মা শেফালী রানী সরকার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে
৩০২/৩৪ পেনাল কোট ধারায় মামলা (নং ১৮ তাং ২৫/০১/২৫) রুজু করা হয়েছে। থানা
পুলিশ অভিযান চালিয়ে মৃত ওমর সিদ্দিক মল্লিকের ছেলে ইউনিয়ন বিএনপি আহবায়ক
মলেক মল্লিক, আঃ খালেক মোল্যার ছেলে বাবলু আক্তার মোল্যা ও আঃ রাজ্জাক
সরদারের ছেলে চার দোকানদার জিল্লুর রহমানকে আটক করেন।