ডোমারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডোমারে জুলাই'২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির ১০২ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার (২৬শে জানুয়ারী) সংগঠনের ডোমার উপজেলার প্রতিনিধি কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির প্রতিনিধি কমিটির অন্যতম সদস্যরা হলেন- ইমতিয়াজ ইসলাম, মোঃ আল-আমিন রহমান, মোঃ শরীফ হোসেন, সার্জেন্ট (অব.) মোঃ সফিকুল ইসলাম সজল, এএইচ বাবু পাটোয়ারী, শ্রী বনমালী চন্দ্র রায়, শ্রী দীপক চন্দ্র রায়, মোঃ আইনুল হোসেন, আদনান প্রামাণিক, মাহমুদুল ইসলাম, মোঃ শামিম ইসলাম, শ্রী অমল চন্দ্র রায়, মোঃ রুবেল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজু ইসলাম, শ্রী বুলবুল চন্দ্র রায়, আলমগীর হোসেন, মোঃ রনি হোসেন, ডিএম সাদাকাত তাহা শাহিন, মোঃ শরিফুল ইসলাম সাকিল, শ্রী নরেশ চন্দ্র রায়, মোঃ রুবেল ইসলাম, মোঃ আজহার ইসলাম প্রমুখ। মোট ১০২ জনকে অন্তর্ভুক্ত করে কমিটির সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ লিয়ন।