শীতে কাতর ও ছিন্নমূল মানুষের পাশে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। তিনি বিভিন্ন সময়ে এসব মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে পীরগাছা রেলওয়ে স্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চলতি পথের ভিক্ষুকদের পাশে গিয়ে শীতের কম্বল জড়িয়ে দেন। এসব মহতি কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, সদস্য মুস্তাফিজার রহমান রোমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু, বিএনপি কর্মি জহুরুল ইসলাম, মোস্তাক আহমেদ ও হযরত আলী বিপু প্রমুখ।
শরিফুল ইসলাম ডালেজ জানান, যারা ছিন্নমূল সমাজে সুবিধাবঞ্চিত তাদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।