আশাশুনি উপজেলার আনুলিয়ায় মহিলাদের উপর আক্রমন করে ঘের
দখলের চেষ্টা, ভাংচুর, মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে
ভর্তি করা হয়েছে। ৪ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত
এজাহার দাখিল করা হয়েছে।
কাকবাসিয়া গ্রামের আঃ লতিফ
গাজঅর স্ত্রী আনজুয়ারা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহারে জানাগেছে, তার
স্বামীর স্বরনপুর মৌজায় পৈত্রিক এক বিঘা জমির মৎস্য ঘের আছে। স্বামী
প্রতিবন্ধী ও সন্তানেরা লেখাপড়ার জন্য বাইরে থাকায় বাদী ঘের দেখাশুনা করে
থাকেন। এবছর নতুন বাঁধ দিয়ে তিন কিস্তিতে ৩০ হাজার টাকার বাগদা পোনাসহ
বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছেন। ঘেরে বাদী ও তার ননদ আফরোজা খাতুন দেখাশোনা
করেন। গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে তারা ননদ-ভাবি ঘের পাহারায়
ছিলেন। এসময় একই গ্রামের খালেক গাজী, কামরুল গাজী, শহিদ সানা ও বারানসিপুর
গ্রামের রফু মোল্যা অজ্ঞাতনামা ১০/১৫ জন দা, লাঠি, শাবল অস্ত্র হাতে নিয়ে
ঘের জবর দখলের চেষ্টা করলে তারা বাধা নিষেধ করেন। তখন অভিযুক্তরা তাদেরকে
মারপিট করে জখম করে। কাপড় চোপড় টেনে খুলে বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়
এবং তাদের গলায় থাকা স্বর্নের চেইন, কানে থাকা স্বর্ণেন দুল ও অন্য
সঞ্জমাদি ছিনিয়ে নেয়, বেড়ী বাঁধ কেটে ও বাসা ভাংচুর করে। এতে প্রায় দেড়
লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে বাদীদেরকে খুন জখমের হুমকী
দিয়ে চলে যায়। আহত ননদ-ভাবিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী
জানানো হয়েছে।