পুরস্কৃত হলেন, কুলিয়ারচর থানার ওসি, এসআই, শ্রেষ্ঠ শুভ আহমেদ
পুরস্কৃত হলেন কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন ও এসআই রিপন, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শুভ আহমেদ।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা), তাদের পুরস্কৃত করেন।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পুরষ্কার পেলেন কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন (পিপিএম) ও এসআই রিপন কুমার দাস। সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন এসআই শুভ আহম্মেদ।
এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহম্মেদ সরকারি কাজে বাহিরে থাকায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) এর হাত থেকে শুভ আহম্মেদ এর পক্ষে ক্রেস্ট ও গিফট গ্রহণ করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
জানুয়ারি ২০২৫ ইং মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, লুষ্ঠিত মালামাল উদ্ধার করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হয়।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জর ও বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
পুরস্কৃত করায় কুলিয়ারচর থানা ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন (পিপিএম), এসআই রিপন কুমার দাস, এসআই শুভ আহম্মেদ, মাননীয় পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় সহ সকল উর্ধ্বতন কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।