স্টারলিংকের লাইসেন্স অনুমোদন নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল শার্শায় বজ্রপাতে কৃষক নিহত রাজনগরে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে দুর্ভোগ ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শৈলকুপায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত মোংলায় কিশোরী আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার নোয়াখালীতে প্রধান শিক্ষক স্কুলের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ৯ দফা অভয়নগরে দ্বীন শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান "দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা" জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উচ্চমূল্যের ফাঁদে যুক্তরাষ্ট্রের নাগরিকরা: আস্থা হারাচ্ছেন ট্রাম্প পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বগ্রহণ গরমে পানি পানের উপকারিতা মোংলার ভ্যান চালকের মরদেহ মোড়েলগঞ্জের মাছের ঘের থেকে উদ্ধার

কুলিয়ারচরে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিন দিন ব্যাপী ৩৩ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (১৮,১৯,২০ ফেব্রুয়ারি) এই তিন দিন ব্যাপী উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিন বাদ আসর হতে রাত বারোটা পর্যন্ত খ্যাতিমান সম্পূর্ণ উলামায়ে কেরাম গণ কুরআনের তাফসীর করেন। উক্ত মাহফিলে প্রথম দিন মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, কুরআন এর তাফসীর করেন, খ্যাতিমান সম্পূর্ণ মোফাসসিরিনে কেরাম, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী দাঃবাঃ (মুহতামিম, মদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা) হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরায়েজী দা: বা: (মুহাদ্দিস, জামিয়া ফাতেমিয়া নারায়ণগঞ্জ), হযরত মাওলানা বাহাউদ্দীন দাঃবাঃ (সাইখুল হাদিস, আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা), হযরত মাওলানা আস-আদুল্লাহ দাঃবাঃ (সাধারণ সম্পাদক, ইমাম উলামা পরিষদ, কুলিয়ারচর)। এছাড়াও দেশের সুনামধন্য উলামায়ে কেরাম গণ তাফসির পেশ করেন। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজিবুর রহমান আতিক (সি.আই.পি), লক্ষ্মীপুর বাটিপাড়া। দ্বিতীয় দিন বুধবার ১৯ ফেব্রুয়ারি কুরআন এর তাফসীর করেন, খ্যাতিমান সম্পূর্ণ মোফাসসিরিনে কেরাম, শায়েখ আল্লামা ডাঃ মোশতাক আহমেদ দাঃবাঃ (মুহতামিম ও সাইখুল হাদিস, শায়েখ জাকারিয়া জামেয়া উত্তর খান, ঢাকা), মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী দাঃবাঃ (মুহতামিম, জামিয়া মাহমুদিয়া হাসনাবাদ, ঢাকা), মাওলানা মুফতি খন্দকার আজিজুল হক ইয়াকুবী দাঃবাঃ (ঢাকা), হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার দাঃবাঃ (সভাপতি, ইমাম ওলামা পরিষদ, কুলিয়ারচর)। এছাড়াও দেশের সুনামধন্য উলামায়ে কেরাম গণ তাফসির পেশ করেন। লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি, মোঃ সালাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এ্যাড. মশিউর রহমান (সাবেক চেয়ারম্যান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ)। তৃতীয় দিন বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি কুরআন এর তাফসীর করেন, খ্যাতিমান সম্পূর্ণ মোফাসসিরিনে কেরাম, হাকীমুন নফস্ আল্লামা মুফ্তি মুশতাকুন্নবী দা: বা: (প্রতিষ্ঠাতা মোহতামীম মাদ্রাসা -ই ইসলামিয়া, দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা), হযরত মাওলানা মুফ্তি আতিকুল্লাহ দা: বা: (নরসিংদী), হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দাঃবাঃ (বি-বাড়িয়া), হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান দাঃবাঃ (প্রিন্সিপাল, জামিয়া আরাবিয়া নুরুল উলুম, কুলিয়ারচর)। আজ আখেরি মোনাজাত এরমধ্য দিয়ে শেষ হয়েছে, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিন দিন ব্যাপী ৩৩ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আখেরি মোনাজাত পরিচালনা করেন, হাকীমুন নফস্ আল্লামা মুফ্তি মুশতাকুন্নবী দা: বা:, প্রতিষ্ঠাতা মোহতামীম মাদ্রাসা -ই ইসলামিয়া, দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা। এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও লক্ষীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসিন রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মোঃ শরীফুল আলম, (সি.আাই.পি)। এ সময় অসখ্য আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিন দিন ব্যাপী, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের সভাপতি ডাঃ মোঃ সালাউদ্দিন, আমন্ত্রিত অতিথি বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, লক্ষীপুর বাজার ব্যবসায়ী বৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী গণ উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা করবেন, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা মুফ্তি ইমরান হুসাইন। সার্বিক সহযোগিতায়, মাওলানা মোশাররফ হোসেন (সাধারণ সম্পাদক, ইমাম ওলামা পরিষদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন), হাজ্বী মোঃ সাদেকুর রহমান (সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ), মোঃ তৌফিক মিয়া (সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতি)। প্রচারণায় : মোঃ তাজুল ইসলাম তাজ, সৌদি প্রবাসী, গোবরিয়া। মাইক ও আলোকসজ্জায় : মোঃ সানাউল্লাহ, স্বত্যাধিকারী, ফেয়ার ফয়েলস।
আরও খবর


deshchitro-680f992be1ec7-280425090515.webp
শার্শায় বজ্রপাতে কৃষক নিহত

১ ঘন্টা ১৩ মিনিট আগে