জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩২ বোতল মদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা-২ এর আভিযানিক দল।
গ্রেপ্তারেরা হলো, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় জিন্না বাজার এলাকার জর হকের ছেলে জামান মিয়া (২৫), পাশ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার ভাবলাকোণা গ্রামের ছালো মিয়ার ছেলে আতোয়ার হোসেন (২৩) এবং একই গ্রামের শহিজর হকের ছেলে গোলাপ হোসেন (২৪)।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আটকদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলমের নেতৃত্ব
বকশীগঞ্জের লাউচাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা আমদানি নিষিদ্ধ ভারতীতের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করে পুলিশ।
ডিবি-২ শাখার এসআই শহীদুল আলম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবি-২ শাখার এসআই শহীদুল আলম বলেন, 'ভারতীয় নিষিদ্ধ মদ বিক্রিকালে তিন মাদক ব্যবসায়ীকে আটা করা হয়েছে। তাদের কাছে থাকা ভারতের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করেছি।'
জেলা ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, 'জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, পরস্পর যোগসাজসে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতের তৈরী মদ বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রয় করে থাকে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।'
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ ঘন্টা ২ মিনিট আগে
১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে