ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে যে তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৭ ডিগ্রি, ৫ দিনের ‘রেড অ্যালার্ট’ সিরাজগঞ্জের দুই উপজেলায় ভোটগ্রহণ সম্পূর্ণ সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় কুতুবদিয়ার জেলেরা দেবহাটায় পোলিং এজেন্টকে ঢুকতে না দেয়ার অভিযোগ সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় কুতুবদিয়ার জেলেরা। কী সমস্যা হয়েছিল রাইসির হেলিকপ্টারের? এবার মিলল যে তথ্য দ্বিতীয় ধাপে নিয়ামতপুরে ৭৯ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ঢাকা বোর্ডে এসএসসির ১ লাখ ৭৯১৪৮ খাতা চ্যালেঞ্জ লিভারপুলের নতুন কোচ স্লট প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পলাশে সেমিনার অনুষ্ঠিত কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার টেকনাফে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত আজ ২য় ধাপে কক্সবাজারের ৩ উপজেলা পরিষদ নির্বাচন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ কুলিয়ারচরে বিনা প্রতিদ্বনদ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান 'আবুল হোসেন লিটন' রাশিয়ার প্রকৃত বন্ধু রাইসির মৃত্যু ‍‍`মহান ট্র্যাজেডি‍‍`: পুতিন বাজেট অধিবেশন শুরু ৫ জুন গরমের ক্লান্তি দূর করে যে খাবার

শিবচরে বেড়েছে সরিষার তেলের চাহিদা!

মোঃ সোহেল শিকদার - সুপার এডমিন

প্রকাশের সময়: 17-05-2022 03:37:44 pm

রাশিয়া – ইউক্রেন যুদ্ধ ইস্যু এবং আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মুল্য বৃদ্ধির কারনে বাংলাদেশের বাজারে সয়াবিন তেলের মুল্য আকাশ সমান উচ্চতায় ঠেকেছে। সরকার নির্ধারিত মুল্য ১৯৮ টাকা হলেও সয়াবিন তেলের বোতলজাত লিটার বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকায়। 

সয়াবিনের এই মুল্য বৃদ্ধিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মানুষ সরিষার তেলের দিকে ঝুকতে শুরু করছে। এতে করে শিবচরে বেড়েছে সরিষার তেলের চাহিদা। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে তেলের মিলে সরিষার তেল কিনতে প্রায় সারাদিন ই সাধারন মানুষ ভীড় করছেন। বাশকান্দি ইউনিয়নের মোল্লা অয়েলমিল পরিদর্শনে গিয়ে কথা হয় গোলাম মোস্তফা নামের এক গ্রাহকের সাথে। 

তিনি বলে, ‘সয়াবিন তেলের দাম ম্যালা বাইড়া গেছে। হেইয়াও পাইতে কষ্ট হইয়া যায়। এর চেয়ে ২৫০ টাকা দিয়া সরিষার তেল খাই। এই তেল পরিমানে ও কম লাগে। আমার বাপ-দাদাগো দেখছি খাইতে। খাওনে অনেক স্বাদ হয়’। সয়াবিন তেল না খেয়ে কেন সরিষার তেল খাওয়া ভালো এমন প্রশ্নের জবাবে মোল্লা অয়েল মিলের কর্নধার আবুবকর সিদ্দিক মাসুম মোল্লা জানান, ‘সয়াবিনের দাম ক্রয়সীমার বাইরে চলে গেছে। এতে বিকল্প হিসেবে মানুষ সরিষার তেলের দিকে ঝুঁকছে। রান্নায় সরিষার তেল পরিমানে কম লাগায় খরচ ও কমে যায়। ৪ জন সদস্যের পরিবারে যদি প্রতি মাসে ১ হাজার টাকার সয়াবিন তেল লাগে তাহলে ওই পরিবারে ৭০০-৭৫০ টাকার সরিষার তেলেই হয়ে যাবে’।  

উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন দেশে সয়াবিন তেলকে খাদ্য উপাদান হিসেবে গ্রহন করা হয়না। ডাক্তারদের মতে সয়াবিন তেল হার্টের জন্য অনেক ক্ষতিকর। এতে শরীরে নানা রকম অসুখ-বিসুখ দেখা দেয়। অন্যদিকে সরিষার তেলে কোন ক্ষতিকর উপাদান নেই। সরিষার তেল খাদ্যের  বিপাকীয় প্রকৃয়া বৃদ্ধি করে। এটি নিয়মিত গ্রহন করলে এসিডিটির সমস্যা কমে যায়। তাছাড়া সরিষার তেল নিয়মিত শরীরে লাগালে বিভিন্ন প্রকার চর্ম রোগ দূর হয়ে যায়।

আরও খবর