নীলফামারীর ডোমারে আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
সভায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল ও ভিটামিন-এ'র অভাবজনিত ক্ষতিকর প্রভাব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসান আরিফ বসুনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর আলী প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আগামী ১৫ই মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র এবং ২৪০টি সাব-ব্লকে ৬-১২ মাস বয়সী ৪ হাজার ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪০ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।