ঈশ্বরগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন কমিশনের প্রেসব্রিফিং থেকে জানা যায়, সাংবিধানিক ম্যান্ডেট, ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা, ডাটাবেজের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, জনগণের বিপুল অর্থের সাশ্রয়, ভোটার নিবন্ধনে নেতিবাচক প্রভাব, ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে সন্দেহ, রাজনৈতিক দলগুলোর অভিমতের কারনে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা বাঞ্চনীয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ জানান, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা। আমরা সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি, যাতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হতে পারে এবং জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
১ ঘন্টা ৬ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে