নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ, শুক্রবার স্থানীয় একটি মসজিদে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর আবুল হাসেম।
মাহফিলে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড সিরাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কাশেম খাঁন। ইফতার মাহফিলের শুরুতে বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ ইসলামের আদর্শ অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
এ ধরনের ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান সমাজে একতা এবং ভ্রাতৃত্ববোধের দৃঢ় বন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আয়োজকরা জানিয়েছেন।
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৮ মিনিট আগে