কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৫ মার্চ সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে "প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি" স্লোগানে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রূপান্তর এবং হেলভেটাসের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় বনজীবী নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মশালায় সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়।
বনজীবীরা জানান, দীর্ঘ সময় বনে অবস্থানের কারণে তারা বিভিন্ন ধরনের খাবার ও পানির জন্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার করেন, যা পরবর্তীতে বনে ফেলে দেন। সঞ্চালক গোলাম কিবরিয়া উল্লেখ করেন, সুন্দরবনের ৫৪টি নদীতে প্রতিদিন প্রায় ৫০ টন পলিথিন ও প্লাস্টিক জমা হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মাইক্রোপ্লাস্টিক কণা মাটি ও পানিতে চরম দূষণ বাড়াচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বনের গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর। ফলে সুন্দরবন সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং দুর্যোগকালীন সময়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মারুফ হাসান, সাংবাদিক শাহাদাৎ হোসেন ও রফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষক খালিদ লামী পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে - ব্যবহার হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাত করার কৌশল অবলম্বনের পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, পরিবেশবাদী সংস্থার তথ্যমতে প্রতিবছর সুন্দরবনের প্রায় দেড় লাখ হেক্টর বনভূমি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী থেকে সংগ্রহ করা ২৫ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়িতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাছের মাংসে সর্বনিম্ন ৫ দশমিক ৩৭ থেকে সর্বোচ্চ ৫৪ দশমিক ৩০ মাইক্রোপ্লাস্টিক টুকরো পাওয়া গেছে। তাই বাংলাদেশের সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় অংশগ্রহণকারী বনজীবীরা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাস করার প্রত্যয় ব্যক্ত করে সকলকে সুন্দরবন ও জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাসের আহ্বান জানান।
২ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে