ছবি- উপজেলার বায়ুবিদ্যুৎ সংলগ্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে মানববন্ধন।
কক্সবাজারের কুতুবদিয়ায় অরক্ষিত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুতুবদিয়া নাগরিক সমাজ। গতকাল রবিবার (১৬ মার্চ ২০২৫) সকাল ১১টার দিকে আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ সংলগ্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তারা বলেন, আজও অরক্ষিত দ্বীপের বেশ কয়েকটি পয়েন্ট। আলী আকবর ডেইল,তাবালের চর, কাজির পাড়া, তেলিপাড়া, বায়ু বিদ্যুৎ এলাকা, কৈয়াবিলসহ অন্তত ৭টি স্পটে বেড়িবাঁধ নাই। এসব জায়গা দিয়ে অমাবশ্যা পূর্ণিমায় অতিরিক্ত জোয়ারেই লবনাক্ত পানি ঢুকে শত শত একর জমি ও ঘরবাড়ি তলিয়ে যায়।
মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, মাদ্রাসা শিক্ষক মনিরুল আলম, পল্লী চিকিৎসক আবু সাদেক, এনজিও কর্মী রুস্তম হায়দার, অনলাইন এক্টিভিস্ট হানিফ কুতুবী, ব্যবসায়ি আব্দুল খালেক, লবন ব্যবসায়ি শফিউল আলম, শ্রমিক নেতা করিম উল্লাহ, কৃষক দোলোয়ার হোসেন প্রমূখ।
এদিকে জরুরি ভিত্তিতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নৌবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও বিলিন হওয়া বেড়িবাঁধ নির্মাণে পদক্ষেপ নেয়ার দাবী জানান।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে