স্বাধীনতা দিবসে শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের মোংলায় স্বাধীনতা দিবসে ২টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয় বাংলাদেশের মানুষ কখনোই পরাধীনতা মেনে নিবেনা, স্বাধীনতা দিবসে বাকৃবি উপাচার্য প্রধান উপদেষ্টার চীন সফর, কী পাবে বাংলাদেশ? ‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ উপদেষ্টা নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ আক্কেলপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখা ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আদমদীঘিতে দুঃস্থ্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ পশ্চিম সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ পাচারের সময় আটক-৩ রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্র বাউবি যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন ২৬ মার্চ রক্তগঙ্গা পেরিয়ে নতুন ভোর, অগ্নিস্নানে স্বাধীনতার সূর্য সিরাজগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন মাভাবিপ্রবিতে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে

ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2025 09:27:20 pm

সড়কে কেউ যদি উল্টো পথে গাড়ি চালায় কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সোমবার (২৪ মার্চ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।


ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়।



ডিএমপি কমিশনার বলেন, “পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে।”


তিনি আরও বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।”



সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।


সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিরা, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর