আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানের পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় ধাপে শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবি, টুপি, শাড়ি, থ্রি-পিস ইত্যাদি। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীকে কুরিয়ারের মাধ্যমেও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মার্চও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এটি শুধু উপহার নয়, বরং এক টুকরো ভালোবাসা, সম্মান ও আশা, যা একে অন্যের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। এই ঈদ সকলের জীবনকে আনন্দ, শান্তি এবং সুখে ভরে তুলুক—এই কামনাই করি।”
২ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ ঘন্টা ১২ মিনিট আগে
২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে