আশাশুনি প্রেসক্লাবে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়ে সভা ও সংবাদ সম্মেলন নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠে সাজিমের লাশ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দিনাজপুরে স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা আঞ্চলিক ছয় দেশকে সতর্কতা জারি করলো ইরান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোাগানে উত্তাল মৌলভীবাজার প্ল্যাকার্ডে শো ইসরায়েল দ‍্য রেড কার্ড কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্হানে বিক্ষোভ ও সমাবেশ ইউসেপ পরিচালিত রংপুরে দুই স্কুলের ৭০জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা”: রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন পাল্টা শুল্ক স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ রাজবাড়ীতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষব মিছিল। উলিপুরে শিশুর প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত আহত ২ পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ীর গোয়লন্দে পুলিশের অভিযানে তিন চাঁদাবাজসহ মাদক কারবারী গ্রেফতার। দিনাজপুরে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেফতার, স্বস্তিতে এলাকাবাসী

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ


জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবে খবির শেখ (৫০) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ যমুনা নদীতে ভেসে উঠেছে।  গতকাল শনিবার (৫ এপ্রিল) সকালে নৌকাডুবির ঘটনাস্থলের পাশে লাশটি ভেসে উঠে৷ 


এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দী পাইলিং ঘাট থেকে যমুনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহন করায় স্থানীয় কাউনেরচর গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের মালিকানাধীন ইঞ্জিন চালিত একটি খেয়া নৌকা ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। 



ঘটনার চার ঘণ্টা পর স্থানীয় কুলকান্দী পাইলিং ঘাট এলাকার বাসিন্দা বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। এ ছাড়া পরদিন শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে সেলিম মিয়া (৩৫) নামে আরও এক ব্যক্তির লাশ ভেসে উঠে। 



কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনুছুর রহমান আনিছ বলেন, 'নৌকাডুবি ঘটনার তিন দিন পর যমুনা নদীতে খবির উদ্দিন নামে এক কৃষকের লাশ পাওয়া গেছে। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর জেলা পরিষদের অনুমোদিত পাশ্ববর্তী মুরাদাবাদ নৌঘাটের অধীনে কুলকান্দী পাইলিং ঘাট থেকে বিধিবহির্ভূতভাবে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত করে আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করেন। তবে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার রাসেদ মিয়া। তাঁর দাবি, 'তিনি নিয়মমাফিক ঘাট পরিচালনা করে আসছেন। যমুনা নদীতে যে নৌকাটি ডুবে গেছে, সেটা মুরাদাবাদ নৌঘাটের নৌকা নয়। মূলত ব্যক্তি মালিকানায় ওই নৌকাটি ব্যবহৃত হয়ে আসছে।'


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'জেলা পরিষদের তত্ত্বাবধানে 

মুরাদাবাদ নৌঘাটটি পরিচালিত হয়ে আসছে। ওই নৌঘাটটির বিষয়ে তেমন কিছু জানি না। তবে নৌকাডুবির ঘটনাসহ মুরাদাবাদ কূলঘাটের অধীনে যদি কুলকান্দী পাইলিং ঘাটে খেয়া নৌকায় যাত্রী পারপার করানো হয়ে থাকে, সেটা তদন্ত করা দরকার।'

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু আজকের পত্রিকাকে বলেন, 'আমি নৌকাডুবির ঘটনা অবগত নই। মুরাদাবাদ নৌঘাটটি কোথায় সেটাও জানি না। 

মূলত লোকবল সংকট থাকায় ইজারা দেওয়া ঘাটগুলোতে পারাপারের নৌকার ফিটনেস যাচাই-বাছাইসহ তদারকি করা সম্ভব হয়ে উঠে না। কুলকান্দী পাইলিং ঘাটে ডুবু যাওয়া খেয়া নৌকাটি মুরাদাবাদ নৌঘাট থেকে পরিচালনা করা হয় কি না, সেটাও জানি না।


মুরাদাবাদ নৌঘাটের অধীনে পাশ্ববর্তী কুলকান্দী পাইলিং ঘাটসহ অন্য কোনো ঘাট থেকে পারাপারের জন্য সাব-ঘাট পরিচালনা করার নিয়ম আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'এ বিষয়টি আমার জানা নেই।'

আরও খবর