নাগরপুরে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে নাগরপুরে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে পৌঁছায় এবং পরবর্তীতে কলেজ গেটেই একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রাস্তায় নেমেছি। ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে গাজায় সাধারণ জনগণের ওপর বর্বর হামলা চালাচ্ছে, তা আমরা ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর চালানো এই হামলা মানবতার জন্য এক ভয়ংকর সংকেত। অথচ গোটা বিশ্ব আজ নিরব। মানবতা ও নৈতিকতা কোথায় হারিয়ে গেল?”
তারা আরও বলেন, “ইসরায়েলি বাহিনী গাজায় যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে, তা দেখে বাংলাদেশের জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। আমরা চাই, বিশ্ববাসী দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিক।”
সমাবেশে আরও জানানো হয়, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষ আজ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আমিনী, মাওলানা রফিকুল ইসলাম, গোলাম মোস্তাফা গোলাম, জাহিদ মিয়া, সাংবাদিক ডা. এম. মান্নান, মাওলানা আল হেলাল উদ্দীন, হাফেজ আবু হুরাইয়া, মুফতি আব্দুল হাদি সহ সাধারণ শিক্ষার্থী ও নাগরপুরের সর্বস্তরের মানুষ।