১৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ১ ঘন্টা ২৬ মিনিটে কুতুবদিয়া চ্যানেল পার হলো সাইফুল ইসলাম রাসেল।
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু। বাংলাদেশ ওপেন ওয়াটার সইমিং এর উদ্যোগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে অংশ নিয়েছিলেন ১৯ বছর বয়সী যুবকসহ ১৫ সদস্যের সাঁতারু টিম। এরমধ্যে ১২জন বাংলা চ্যানেল পাড়িসহ বিভিন্ন সাঁতার অভিযানে অংশ নিয়েছিলেন।
শনিবার (১২ এপ্রিল২৫) বেলা পৌনে ১২টায় দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে থেকে এই সাঁতার শুরু করেন। তাঁদের নিরাপত্তার ও উদ্ধার কাজে ব্যবহৃত ৭টি ইঞ্জিন চালিত বোট সঙ্গে নিয়ে একটি উদ্ধার টিম ছিল। তাদের মধ্য সবার আগে টানা একঘন্টা ২৫ মিনিট সাঁতার কেটে দুপুর ১টা ১০ মিনিটে কুতুবদিয়া দ্বীপের জেটিতে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল।
১৫ জনের মধ্যে চাঁদপুরের মো. মাহমুদুল হাসান, বগুড়ার জাহেদুল ইসলাম জাহিদ, রাজশাহীর এস এম শাহরিয়ার মাহমুদ, ঢাকার শাহনেওয়াজ বাবু, কক্সবাজারের মো. আবদুল মতিন, হবিগঞ্জের আলী রওনক সৌরভ, পাবনার জামিল হাসান, ঢাকার শহিদুল্লাহ প্রান্তিক, নেত্রকোনার হাবিবুর রহমান, বরগুনার সাইফুল ইসলাম রাসেল, শরিয়তপুরের জিহাদ হোসাইন, বরিশালের মো. শরিফ ফয়সাল, ঢাকার নাসির আহমের সৌরভ, দিনাজপুরের শাখাওয়াত হোসাইন সাকিব ও চট্টগ্রামের মো. ফয়সাল জিয়া।
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ ঘন্টা ২৫ মিনিট আগে