বগুড়ার নন্দীগ্রামে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন এসআই আমির। আদালত সূত্রে জানা গেছে, চালের বস্তায় মোড়ক হিসেবে পাটের বদলে প্লাস্টিক ব্যবহার করার অপরাধে পৌরসভার দামগাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে মকবুল হোসেন(৫৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, চালে পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে তা বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে প্লাস্টিক ব্যবহার না করার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ ঘন্টা ৪০ মিনিট আগে