দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই
জমির দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনি পাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে সম্রাট (৪৫) ও তার ভাই মো. আদিল খান (৪২)। বর্তমানে তারা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ও তাদের বোন জানান, দলিল লেখক তানভীর হোসেন ওরফে তান্না ও তার লোকজন কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত তানভীর হোসেন তান্না, যিনি সলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী, বলেন, "তারা আমার উপর চড়াও হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, এতে ওরা একটু ব্যথা পেয়েছে।"
নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার উম্মে ছালমা বলেন, "আমি বিষয়টি জেনে আপনাদের জানাচ্ছি।"
সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে নাগরপুর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।