গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতাধীন কমলগঞ্জ এরিয়ার ১১টি শাখার মাধ্যমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শাখা, ভুনবীর শাখা, সিন্দুরখান শাখা, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর শাখা, আদমপুর শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সিলেট যোনের জোনাল ম্যানেজার মো. শহীদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার ইসমাইল মাহমুদ, গ্রামীণ ব্যাংকের অডিট অফিসার নিতাই চন্দ্র ঘটক, এরিয়া ম্যানেজার মো. আব্দুল কাদের মিয়া, প্রোগ্রাম অফিসার মো. মাজহারুল ইসলাম, গণমাধ্যমকর্মী কাজী গোলাম কিবরিয়া জুয়েলসহ ব্যাংকের সিলেট জেনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক সিলেট জোনের জোনাল ম্যানেজার মো. শহীদুল আলম চৌধুরী বলেন, ‘ব্যাংকের উদ্যোগে গত দুই সপ্তাহ যাবত তীব্র শীতে আমাদের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে আসছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ ঘন্টা ৪৮ মিনিট আগে